অকতাগস [অকত+আগস] পাপ না করিয়া। => আগু, আগস।
অকতাভিনিবেস (বিণ) অমনোযোগী। => কতাভিনিবেস।
অকত্তব্ব (বিণ) অকর্তব্য, অনুচিত, যাহা করা উচিত নয়, যাহা করিবার নয়। (ক্লী) অকর্তব্য, অকর্তব্য কার্য, অনুচিত কার্য, করিবার নয় এমন কার্য।
অকত্তব্বররূপ => অকিরিযরূপ। অকিরিযরূপ। => অকত্থতি (ক্রি) অহঙ্কার না করা, আছে বলিয়া গর্ব না করা। (ব-বিণ) অকথমান।=> কথতি।
অকথং কথিন (বিণ) সন্দেহমুক্ত (বর্ণনায়) অরহস্ত। (দীর্ঘনিকায় অর্থকথা বর্ণনা অনুসারে ইহার অর্থ) 'ইহা কিরূপে হইল এবং কিরূপে' ইহা না বলিয়া। (বি-ভা) তিন্ন বিচিকিচ্ছো বিহরতি - অকথঙ্কথী কুসলেসু ধর্ম্মেসু (দীর্ঘনিকায়)। ঝাযী অনেজো অকথঙ্কথিন (ধর্মপদ)।
অকথন (ক্লী) না বলা, অকথন, কথা না বলা, আলাপ না করা, (ক্রোধবশে) আলাপ না করা।
অকথনসীল (বিণ) অকথনশীল, যাহার কম কথা বলিবার অভ্যাস আছে, বাচাল নহে এমন, অনতিভাষী, অল্পভাষী।
অকদ্দম (বিণ) অকর্দম, পক্ষহীন, কর্দমমুক্ত, ধূলি কিংবা কর্দম নাই এমন, পবিত্র, পরিষ্কৃত, নিষ্পাপ।
অকনিট্ঠ (বিণ) অকনিষ্ঠ, ছোট নয় অথবা কনিষ্ঠ নয় এমন, ক্ষুদ্র নয় অথবা ছোট নয় এমন অর্থাৎ বৃহত্তর, ঊর্ধ্বতম। (পুং) অকনিষ্ঠ রূপব্রহ্মলোক। ইহা ডবাগ্ন বা রূপব্রহ্মলোকের ঊর্ধ্বতন ভূমির নামবিশেষ।
অকনিট্ঠগামিন (বিণ) অকনিষ্ঠ রূপব্রহ্মলোকে গমনকারী, যিনি ধ্যান-সাধনায় ডবাগ্ন অকনিষ্ঠ ব্রহ্মলোকে উৎপন্ন হইবার উপযুক্ত হইয়াছেন। পরিনিব্বাযিন।
অকনিটঠভবন- অকনিষ্ঠ রূপব্রহ্মলোক বা ব্রহ্ম-আবাস।
অকন্তু (বিণ) অবাঞ্ছিত, অনিচ্ছিত, নিরানন্দজনক, অস্বীকার্য। কন্ত ।
অকন্তেন (ক্রি-বিণ) অকরুণ নিষ্ঠুর বচনে, কাশ কথায়, নিরানন্দ জনক বা অপ্রীতিকর কথায়।
ব্রহ্ম-আবাস।(বিণ) [অ+কন্দিত) ক্রন্দন বা বিলাপ করে না বা করে নাই এমন, অননুতপ্ত, শোকহীন। কন্দিত।
অকপণ (বিণ) [অকপণ দরিদ্র নহে এমন, ধনী। কপণ (১)।
অকল্প (বিণ) অনুপম, নিরুপম, অতুল, অতুলনীয়, কল্পনার অতীত।
অকপ্পিয (বিণ) [অ কপ্পিয) ১ আইনসঙ্গত নহে এমন, বিধিমত নহে এমন, অবৈধ, অসঙ্গত, অযোগ্য, অপ্রকৃত, অনুপযুক্ত। কপ্পিয (১)। (ক্লী) অসঙ্গত বিষয় বা ব্যাপার, অবৈধ অবস্থা, যে সব বস্তু ভিক্ষুরা গ্রহণ করিতে পারে না, অযোগ্য বা অনুপযুক্ত দ্রব্য। ২ কাল বা সময়মুক্ত, সংসারমুক্ত। (বর্ণনায়) অর্হৎ বা "অরহত"।
অকপ্পিয ভণ্ড (ক্লী) অনুপযুক্ত ভাণ্ড, যেসব বস্তু গ্রহণ ভিক্ষুদের পক্ষে নিষিদ্ধ, নিষিদ্ধ বস্তুর তালিকা।
অকম্প (বিণ) অকম্পিত, অসঞ্চালিত, কম্পিত হয় না এমন।
অকম্পন (বিণ) কম্পিত হয় না এমন, কাঁপে না এমন, সাহসী, নির্ভীক।
অকম্পন সভাব (পুং) অকম্পন স্বভাব, নির্ভীক অবস্থা, সাহস। অবেধ ধৰ্ম্ম। (বিণ) অকম্পন স্বভাবযুক্ত, অবিচলিত, অক্ষোভ্য, স্থির, শান্ত। অবেধ।
অকম্পমান (ব-বিণ) কম্পিত হয় না এমন, অকম্পমান, দৃঢ় আছে এমন, নিরুদ্বিগ্ন, ইতস্তত করে না এমন। => কম্পিত।
অকম্পিয (বিণ) অকম্পিত, অচল, কম্পনরহিত, স্থাবর, স্থির, অটল, দৃঢ়, অপরিবর্তনীয়, অপরিবর্তনশীল, কঠিন, স্থায়ী, অবিচলিত, অনুদ্বিগ্ন। কম্পিয। (ক্লী) দৃঢ়তা অর্থাৎ যাহাকে শ্রদ্ধাবল-বীর্যবল ইত্যাদি 'পঞ্চবলানি বলা হয়।
অকম্পিযত্ত (ক্লী) অকম্পিত অবস্থা, অপরিবর্তনশীলতা, দৃঢ়তা, স্থিরতা, অটলতা।
অকস্মক (বিণ) কর্মে নির্ভরশীল নহে এমন, অকর্মক বা অকর্মণ্য, কর্মসম্বন্ধীয় নহে এমন, কাজের নহে এমন, কাজে লাগে না এমন। => কম্পক।
অকস্মকাম (বিণ) অলস, নিষ্কর্মা, জড়, নিষ্ক্রিয়, কাজ করিতে অনিচ্ছুক, অনুৎসাহী, অকর্মী। (বিপ) কৰ্ম্মকাম।
অকস্মজ (বিণ) অকর্মজ, কর্মফল দ্বারা অনুৎপন্ন, অকর্মসম্ভূত, কর্ম দ্বারা সংঘটিত হয় না এমন। (মিল্কিন্দ প্রশ্ন) অকস্মজ আকাস, অকস্মজ নিব্বান।
অকম্মজ আকাস-অকর্মজ শূন্যতা অর্থাৎ কর্মের ফল দ্বারা সম্ভূত হয় না এমন অবস্থা। (তুলনীয়) অকস্মজ নিব্বান।
অকস্মজ নিব্বান-পাপ ও পুণ্য যে কোনো কর্মহীন অবস্থায় শূন্যতামূলক অসম্ভূত নির্বাণ, নিরোধ বা নিবৃত্তিমূলক নির্বাণ, কর্মদ্বারা সম্ভূত নহে এরূপ নির্বাণ। ⇒ অকস্মজ।
অকস্মঞঞ (বিণ) অকর্মণ্য, অপ্রস্তুত, অনুপযুক্ত, কাজের অযোগ্য, অলস, জড়, মন্থরগতি। কস্মঞঞ।
অকস্মঞঞতা (স্ত্রী) অকর্মণ্যতা, কাজের অযোগ্যতা, অনুপযুক্ততা, জড়তা, নিষ্ক্রিয়তা, মন্থরতা, নিশ্চেষ্টতা, অক্ষমতা, যাহা সহজে নড়ানো বা সরানো যায় না এমন অবস্থা, অলসতা। (ধর্মসঙ্গণী অর্থকথা) চিত্তগেলঞঞং। (বিভঙ্গ) চেতসো লীনত্তং।
No comments:
Post a Comment