Sunday, November 10, 2024

বর্ণের উচ্চারণ স্থান

১। কখগঘঙ অ আ হ-ইহাদের উচ্চারণ স্থান কণ্ঠ; এজন্য ইহাদিগকে কণ্ঠ্যবর্ণ (কন্ঠজা-Gutturals)  বলে।

২। চছজ ঝ ঞয ইঈ-ইহাদের উচ্চারণ স্থান তালু; এজন্য ইহাদিগকে তালব্যবর্ণ (তালুজা-Palatals) বলে।

৩। পফবভ ম উ উ-ইহাদের উচ্চারণ স্থান ওষ্ঠ; এজন্য ইহাদিগকে ওষ্ঠ্যবণ (ওটঠজা- i.abials) বলে।

8। ট ঠ ড ঢ ণর ল-হহাদের উচ্চারণ স্থান মুদ্ধা, এজন্য ইহাদিগকে মুদ্ধন্য বর্ণ (মুদ্ধজা-Linguals) বলে।

৫। ত থ দ ধনলস-ইহাদের উচ্চারণ স্থান দন্ত; এজন্য ইহাদিগকে দন্ত্য বর্ণ (দন্তজা-Dentals) বলে।

৬। এ-ইহার উচ্চারণ স্থান কণ্ঠ ও তালু; এজন্য ইহাকে কণ্ঠ- তালব্য (কণ্ঠ-তালুজ বর্ণ--Gutturo-palatals) বলে 

৭। ও-হহার উচ্চারণ স্থান কণ্ঠ ও ওষ্ঠ; এজন্য ইহাকে (কণ্ঠ্যৌষ্ঠ্য- বর্ণ কণ্ঠোটঠজে- Gutturo-labial) বর্ণ বলে।

৮। ব (অন্তঃস্থ।-ইহার উচ্চারণ স্থান দন্ত ও ওষ্ঠ; এজন্য ইহাকে দন্তৌষ্ঠ্য (দন্তোটঠজো-Dento-labial) বলে।

৯। ং (নিগ্‌গহাত) এর উচ্চারণ স্থান নাসিকা; ইহা স্বরবর্ণের পরে ব্যবহৃত হয়।

(১) অকবগ্নেহা কণ্ঠজা (২) হ চর তালুজা (৩) উপবঙ্গ। ওট্‌ঠজ।

(৪) ট বগরলা যুদ্ধজা (৫) ৩ বধূগণনা দপ্তজা (৬) একণ্ঠতালুজো।

(৭) ও কণ্ঠোজে। (৮) বো দণ্ডোজে।।

(৯) বিন্দুচুলামনাকারো নিগ গৃহীতং তি বুচ্চতে।

কেবলপযোগত্ত। অকারো সন্নিধীয়তে।


কয়েকটি বর্ণের নানারূপ উচ্চারণ

১; অ এই বর্ণ টীর উচ্চারণ বাঙ্গলা অ এবং আ এর মাঝামাঝি।

২। পালিতে বর্গীয় ব এবং অন্তঃস্থ ব এর উচ্চারণে বিশেষ প্রভেদ দেখা যায়। যে ব স্থানে উ উ হয়, উহা অন্তঃস্থ। যথা-বদ (উচিত), বচ্ (উত্তো)।

উ এবং ও স্তানে যে বয় উহাও অন্তঃস্থ। যথা-অনু+এতি - অন্বেতি, খে। + অস্ত্র = খুসস।

বকার ভেদ-বিষয়ে সংস্কৃত কারিকা এই:-

উদুটো যত্র বিদ্যেতে যোঃ বঃ প্রত্যয় সন্ধিজঃ।

অন্তঃস্তং তং বিজানীয়াৎ তদন্যে বর্জ্য উচাতে ॥ পালিতে অন্তঃস্থ ব কারের উচ্চারণ "উয়” এর ন্যায়।

৩। য বর্ণটীর অ্যকারের ন্যায় উচ্চারণ হয়।

৪। 'ল এই বর্ণ টার উচ্চারণ বাঙ্গালা ড় এর ন্যায়। যথা-এলক (এডক)।


Facebook Page

No comments:

Post a Comment

অ- বর্ণের অভিধান - ২

  অকতাগস [ অকত+আগস] পাপ না করিয়া। =>  আগু, আগস । অকতাভিনিবেস (বিণ) অমনোযোগী। => কতাভিনিবেস । অকত্তব্ব (বিণ) অকর্তব্য, অনুচিত, যাহা কর...