Monday, November 4, 2024

অ বর্ণের অভিধান-১

অ- বর্ণমালায় স্বরবর্ণের আদ্যক্ষর বা আদ্যবর্ণ। ইহার উচ্চারণ স্থান কণ্ঠ, এইজন্য ইহাকে কণ্ঠজ বর্ণ বলে।  পদান্বয়ী অব্যয়। 'আ' এর ব্যবহার উপপদরূপে বা সংক্ষিপ্তভাবে এবং দ্বিত্ব ব্যঞ্জনের পূর্বে বসে, যথা- ১. অক্কোসতি (সংস্কৃত শব্দ-আক্রোশ);২. অকখাতি (সংস্কৃত শব্দ-আখ্যা)

১. অংস (পুং, ক্লী)  অংস, স্কন্ধ, কাঁধ, স্কন্ধদেশের অর্ধাঙ্গুলি পরিমিত স্নায়ুবিশিষ্ট স্থান।  ভাগ, অংশ, খণ্ড, স্থান। (দীর্ঘনিকায়) অতীত অংসে অতীতে, পূর্বকালে, ইতঃপূর্বে, পুরাকালে, পূর্বভাগে।

২. অৎসকূট (পুং, ক্লী) অংসকূট, স্কন্ধ, কাঁধ, কণ্ঠাস্থি, স্কন্ধস্থিত মাংসপিণ্ড, যেমন--ষাঁড়ের স্কন্ধস্থিত মাংসপিণ্ড বা চোট। অংস (স্কন্ধ) স্থিত কূট (পর্বতশিখর) অর্থাৎ উন্নত মাংসপিণ্ড।

৩. অংসপুট = অসসপুট 

৪. অংসবদ্ধক (পুং, ক্লী) = অংসবট্টক। 

৫. অংসবন্ধক (পুং, ক্লী) = অংসবট্টক। 

৬. অংসবন্ধন (পুং, ক্লী) = অংসবন্ধনী, বৌদ্ধ ভিক্ষুদের ব্যবহৃত একাংশিক বস্ত্র। = অংসবটুক।

৭. অংসবটুক (পুং, ক্লী) স্কন্ধচামাটি, অংসকূট সদৃশ স্কন্ধস্থিত চামড়ার থলিবিশেষ। অৎসবন্ধন।

৮. অংসবত্তক = অংসবটুক। অৎসবটুক।

৯. অংসি (পুং) (বৈদিক শব্দ: অশ্রি, অশ্রু অশনি), ধার, প্রান্ত, কোণ।

১০. অসিযতি (ক্রি) = অস্মিযে। অস্মিযে।

১১. অংসু (পুং) (সংস্কৃত-অংশু)  ১ । সূর্যরশ্মি, আলোর ছটা।  ২। সূতা, সূত্র, তত্ত্ব।

১২. অংসুক (ক্লী) কাপড়, বস্ত্র।

১৩. অংসুমালিন (পুং) সূর্য।

১৪. অংসুমালী (পুং) সূর্য। 

১৫. অইহব তুণ্ডি-কণ্টকবন (সাহিত্যে), ঘোড়ার দাঁত। অসকণ।

১৬. অকক্কস (বিণ) অকর্কশ, অবন্ধুর, মসৃণ, তেলা, চিক্কণ, নরম, কোমল, সহজ, স্নিগ্ধ, শান্ত, বাধাহীন, অপ্রতিহত। = অকাচ, অগড়িত।

১৭. অকক্কসঙ্গ (বিণ) [অ+ কক্কস অঙ্গ মসৃণ বা সুন্দর অঙ্গযুক্ত। অকক্কস।

১৮. অকঙ্খলতা = অকঙ্খলতা।

১৯. অকঙ্খল (বিণ) কর্কশ বা শক্ত নহে এমন, কোমল, নরম, হৃদয়বান, দয়ার্দ্র, সুখকর, মৃদু, মনোহর, আনন্দজনক, আমোদপ্রিয়, "প্রফুল্ল, অবন্ধুর, মসৃণ, তেলা, চিক্কণ, সহজ, স্নিগ্ধ, শান্ত, বাধাহীন, অপ্রতিহত। = অফরুস। অকক্কসঙ্গ।

২০. অকঙ্খলতা (স্ত্রী) সভ্যতা, ভদ্রতা, শান্তভাব, দয়ার্দ্রতা, প্রফুল্লতা। = সহ।

২১. অককঙ্খলভাব (পুং) শান্তভাব, দয়াভাব, ভদ্রভাব, সভ্যতা।

২২. অককখল বচত-দয়াপূর্ণ কথা, সুখকর কথা, শান্তবাক্য। = অফরুস-বাচতা, মুদুবাচতা।

২৩. অকঙ্খ (বিণ) সন্দেহমুক্ত, নিঃসন্দেহ, নিশ্চিত, যিনি সন্দেহবিমুক্ত, যিনি বিজ্জা (বিদ্যা) বা যথার্থ জ্ঞানের অধিকারী, পূর্ণজ্ঞানী। (যৌগিকে) অক অপিহ অনুপম। (সুত্তনিপাত) অখিল অকঙ্খ। (তুলনীয়) বিতিন্নকঙ্খ, নিকঙ্খ।

২৪. অকঙ্খা (স্ত্রী) নিঃসন্দেহ অবস্থা, সন্দেহরহিত অবস্থা, আকাঙ্ক্ষা, ইচ্ছা, স্পৃহা, অপেক্ষা, জিজ্ঞাসা, অনুসন্ধান, সন্দেহমুক্ত অবস্থা, নিশ্চিত ভাব।

২৫. অকাঙ্খিন (বিণ) নিঃসন্দেহ, অতি বিশ্বাসী, সাহসী, সুনিশ্চিত, নিশ্চিত, বিশ্বাসযোগ্য, সন্দেহশূন্য, নিরাপদ, নির্ভরযোগ্য। (তুলনীয়) অকঙ্খ।

২৬. অকচ্ছু (বিণ) অকথিত। কচ্ছু (৩)।

২৭. অকট (বিণ) অকত। অকত।

২৮. অকটযূস (পুং,ক্লী) স্বাভাবিক রস, প্রাকৃতিক বা স্বভাবসিদ্ধ রস। যুস (২)।

২৯. অকটঠ (বিণ) অকর্ষিত, অপ্রস্তুত, চাষ দেওয়া হয় নাই এমন। কট্ঠ (১)।

৩০. অকঠিনতা (স্ত্রী) কঠিনতার অভাব, দৃঢ়তার অভাব, কোমলতা, নম্রতা, ভদ্রতা, সভ্যতা। (বিপ) কঠিনতা। (যৌগিকে) অকঠিনতা অকক্খলতা। (তুলনীয়) অকঠিনভাব (ধর্মসঙ্গণী অর্থকথা)।

৩১. অকণ (বিণ) ক্ষুদ-কুড়াহীন, কণাহীন, ভাঙ্গা কণা নাই এমন, ঢেঁকি-ছাটা, ক্ষুদ নাই এমন, গোটা গোটা চাউল। ⇒ কণ।

৩২. অকণিকা (বিণ) দাগহীন, নির্দোষ, নিষ্কলঙ্ক, তিল নাই এমন, দোষশূন্য। (বিপ) সকণিকা। কণিকা 

৩৩. অকণ্টক (বিণ) ১ অকণ্টক, কন্টকহীন, নিষ্পন্টক, শত্রুহীন। নিক্কণ্টক। ২ (চরিত্রে) চোরের দ্বারা নিরুপদ্রব, শান্ত, বিনাক্ষতিতে, ক্লেশহীন, আরামজনক, সহজ, সোজা, সুখজনক, ক্ষতিকর নহে এমন, মুক্ত, বাধাহীন। (বিপ) সকণ্টক। (তুলনীয়) কণ্ডক। কণ্টক (৪)।

৩৪. অকণহ (বিণ) কৃষ্ণবর্ণ নহে এমন, যাহা নীচ বা হীন নহে, উজ্জ্বল, আঁধার বা কালো বর্ণ নয় এমন, অসৎ প্রকৃতির নয় বা পাপী নয় এমন, নিষ্পাপ। (দীর্ঘনিকায়) অকল্প-অসুব্ধ। (জাতক) অকণ নেত্ত-উজ্জ্বল চক্ষু (পিঙ্গলনেও রাজার বর্ণনায়, মারের চক্ষু পিঙ্গলনেত্ত হইলেও ইহা মারের বিপরীত শব্দ)। অসুব্ধ।

৩৫. অকণ নেত্ত (বিণ) উজ্জ্বল চক্ষু, যাহার চক্ষুদ্বয় উজ্জ্বল। ⇒ অকল্প।

৩৬. অকত (অ-বিণ) [অ কত, ন কত] অকৃত, করা হয় নাই এমন, প্রাকৃতিক, স্বাভাবিক।

৩৭. অকতকৰ্ম্ম (বিণ) অকৃতকর্ম, যাহার কাজ এখনও সম্পন্ন করা হয় নাই, যে ব্যক্তি কাজ সম্পন্ন করিতে পারে না।

৩৮. অকতকল্যাণ (বিণ) অকল্যাণকারী, অনুপকারী, অহিতকারী, অনিষ্টকারী। কতকল্যাণ।

৩৯. অকতকিব্বিস (বিণ) সচ্চরিত্রের, সৎ, সৎকর্মী। কতকিব্বিস। (পুং) সৎ ব্যক্তি, ধার্মিক লোক।

৪০. অকতঞঞ্জু (বিণ) ১ অকৃতজ্ঞ, কৃতঘ্ন, নিমকহারাম, উপকারীর উপকার স্বীকার করে না এমন। কতগুণং অজানান্তা (জাতক অর্থকথা)। ২ পুনর্জন্মরহিত জ্ঞান অর্থাৎ নিবৃত্তি বা নির্বাণ জ্ঞান (ধর্মপদ অর্থকথা)। (জাতক) অকতঞ্জ ক্রুরাপ, অকত এ সম্ভব-অকৃতজ্ঞ স্বভাবযুক্ত।

৪১. অকতংতা (স্ত্রী) অকৃতজ্ঞতা, উপকারীর উপকার স্বীকার না করা। (যৌগিকে) অকতঞঞতা অকতবেদিতা।

৪২. অকঞঞরাপ (বিণ) অকৃতজ্ঞ স্বভাবের। অকতঞঞসম্ভব।

৪৩. অকতঞঞ সম্ভব (বিণ) অকৃতজ্ঞ প্রকৃতির। অকতঞএ।

৪৪. অকতত্তা-অসমাপ্ত রাখিয়া, অনুপস্থিতে বা কর্তব্যকর্মে অবহেলা করিয়া।

৪৫. অকতথদ্ধ (বিণ) অদৃঢ়, অশক্ত, নরম, হালকা। কতথদ্ধ।

৪৬. অকতপরিগ্রহ (বিণ) অবিবাহিত, বিবাহ করে না এমন, দারপরিগ্রহ করে নাই এমন।

৪৭. অকতপাপ (বিণ) পাপকর্ম করে না এমন, পাপহীন, নিষ্পাপ, পুণ্যবান, ধার্মিক।

৪৮. অকতপাপকৰ্ম্ম-যে পাপকার্য করে নাই। কতপাপকৰ্ম্ম।

৪৯. অকতপুঞঞ (বিণ) অকৃতপুণা, অধার্মিক, যে ব্যক্তি পুণ্যকার্য করে না বা করে নাই। (পুং) পূর্ব পূর্ব জন্মের পুণ্যহীন ব্যক্তি।

৫০. অকতপুঞতা (স্ত্রী) পুণ্যকার্য না করিবার ফলে, পূর্ব পূর্ব জন্মের সঞ্চিত পুণ্য না থাকার ফলে।

৫১. অকতমল্লক (বিণ) অকৃত্রিম, আসল, প্রকৃত, স্বাভাবিক, বিশুদ্ধ, অকপট। (বিপ) কতকমল্লক।

৫২. অকতযোগ (বিণ) কাজের অযোগ্য, অশিক্ষিত, অনাবশ্যক, অকর্মণ্য, ফলপ্রদ নয় এমন।

৫৩. অকতলুদ্দ (বিণ) দয়ালু, সৎ, ভদ্র, সাধু, অহিংস্র।⇒ কতলুদ্দ।

৫৪. অকতলুদ্ধ (বিণ) নির্লোভ, অলোভী, লোভহীন। কতলুদ্ধ।

৫৫. অকতবুদ্ধি (বিণ) মূখ, বোকা। (বিপ) কতবুদ্ধি।

৫৬. অকতহথ (বিণ) অদক্ষ, সিদ্ধহস্ত নহে এমন, অচতুর, আনাড়ি, অপ্রস্তুত, নিপুণহস্ত নহে এমন। কতহখ।


Facebook Page

No comments:

Post a Comment

অ- বর্ণের অভিধান - ২

  অকতাগস [ অকত+আগস] পাপ না করিয়া। =>  আগু, আগস । অকতাভিনিবেস (বিণ) অমনোযোগী। => কতাভিনিবেস । অকত্তব্ব (বিণ) অকর্তব্য, অনুচিত, যাহা কর...